কার্যালয়ের সামনে থেকে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দিলো পুলিশ

0

হরতালের সমর্থনে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়া বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দিয়েছে পুলিশ। দু’দফা আল্টিমেটাম শেষে দুপুর ১২টার দিকে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়।

আজ বিএনপির ডাকা হরতাল কর্মসূচি উপলক্ষ্যে দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় নেতাকর্মীরা। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে তারা এই কর্মসূচি পালন করছে। এতে বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ কর্মসূচিতে অংশ নেন ঢাকা দক্ষিণের বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনও।

এ সময় তারা ভোট চোর বলে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন ধরণের স্লোগান দিতে থাকেন।

এদিকে সকাল থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বিএনপি কার্যালয়ের সামনে।

পুলিশ প্রথমে নেতাকর্মীদেরকে সেখান সরে যাওয়ার নির্দেশ দেন। এ নিষেধ অমান্য করে অবস্থান চালিয়ে যেতে থাকলে আধাঘণ্টা সময় বেধে দেয় পুলিশ। এ সময়ের মধ্যেও না চলে যাওয়ায় বেলা ১২টার কিছু সময় আগে ১০ মিনিটে মধ্যে সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দেয়। এরপর ১২ টার দিকে কার্যালয়ের সামনে থেকে সরে যান বিএনপি নেতাকর্মীরা।    

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com