নাশকতার মামলায় কুষ্টিয়ায় বিএনপির সাবেক তিন এমপি গ্রেপ্তার
নাশকতার মামলায় কুষ্টিয়ার সাবেক তিন এমপিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী, সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন এবং দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া এনএস রোডে জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে গ্রেপ্তার করা হয়।
তাদের নামে একাধিক নাশকতার মামলা রয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান।