আমরা আন্দোলন করছি এদেশের জনগণের মুক্তি ও গণতন্ত্রের জন্য: আলতাফ

0

বরিশালে বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ‘আমরা আন্দোলন করছি এদেশের জনগণের মুক্তি ও গণতন্ত্রের জন্য। এই মুক্তি সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়েই আসবে। সুপ্রিম কোর্টের ঘটনার পরে জনগণ কী মনে করে, এই সরকার সুষ্ঠু নির্বাচন দেবে? কোনো দিনই দেবে না। আমরা জনগণের জন্য, এই দেশের জন্য নির্বাচন চাই। কিন্তু সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষতা ছাড়া আপনারা (সরকার) নির্বাচন সুষ্ঠু করতে পারবেন না।’

আজ শনিবার (১৮ মার্চ) খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি, দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বরিশালে অনুষ্ঠিত সমাবেশে আলতাফ হোসেন এসব কথা বলেন। নগরীর সদর রোডে বিএনপির কার্যালয়ের সামনে দুপুরে মহানগর বিএনপির উদ্যোগে এই সমাবেশ হয়।

আলতাফ হোসেন চৌধুরী আরও বলেন, ‘তাই আমাদের সাজেশন হলো—খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি ও গায়েবি মামলা প্রত্যাহার করতে হবে। এ ছাড়া বর্তমান নৈশভোটের সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে। বর্তমান নির্বাচন কমিশন বেহুদা-অপদার্থ। এই নতজানু, কোমরভাঙা নির্বাচন কমিশনকে দিয়ে কোনো দিনই সুষ্ঠু নির্বাচন হবে না। নির্বাচন কমিশনকে ভেঙে নতুন করে করতে হবে, ইভিএমকে অবশ্যই বাদ দিতে হবে। এগুলো করা হলে অবশ্যই নির্বাচন করব। না করলে সরকারের সঙ্গে ডায়লগও নয়, নির্বাচন করতেও দেব না।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com