দেশবিরোধী শান্তি কমিটির মতোই আওয়ামী লীগের শান্তি সমাবেশ: ইশরাক

0

আওয়ামী লীগের এখনকার শান্তি সমাবেশ মুক্তিযুদ্ধের সময় দেশবিরোধী শান্তি কমিটির কথা মনে করিয়ে দেয় বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শনিবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর সূত্রাপুরে বিএনপির ১০ দফা দাবিতে আয়োজিত মহানগরীর থানায় থানায় পদযাত্রায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় একটা গোষ্ঠী দেশের মানুষের বিরুদ্ধে গিয়ে শান্তি কমিটি গঠন করেছিল। সেসময় তাদের আচরণ ছিল গণমানুষের বিরুদ্ধে। আজ আওয়ামী লীগও দেশের মানুষের বিরুদ্ধে গিয়েছে। মানুষের অধিকারের পক্ষে আন্দোলন করছে বিএনপি, আর আওয়ামী লীগ করছে শান্তি কমিটির মতো শান্তি সমাবেশ।

ইশরাক হোসেন বলেন, শান্তি সমাবেশ থেকে আওয়ামী লীগ নানাভাবে বিএনপিকে উসকানি দিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি বানচালের ষড়যন্ত্র করছে। তবে, এটা কোনোভাবেই সম্ভব নয়। আমরা কোনোভাবেই তাদের পাতানো ফাঁদে পা দেবো না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com