বিএনপিকে আগামী নির্বাচনে আনার জন্য আমরা চেষ্টা করবো: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপিকে আগামী নির্বাচনে আনার জন্য আমরা চেষ্টা করবো। নির্বাচনে অংশগ্রহণ না করলে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।
শনিবার (৪ মার্চ) টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের উদ্বোধন ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘দুঃখজনকভাবে ২০০৮ সাল থেকে বিএনপি নির্বাচন নিয়ে নানামুখী প্রশ্ন তুলে আসছে। নির্বাচন সঠিক হয়নি, নিরপেক্ষ হয়নি ইত্যাদি বলে নির্বাচন বানচালের চেষ্টা করেছে।’