যুবদলের সাবেক সভাপতি নীরবকে আটকের অভিযোগ
জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা সাইফুল আলম নীরবকে আটকের অভিযোগ উঠেছে।
শনিবার (৪ মার্চ) বিকেল ৩টার দিকে তেজগাঁও এলাকা থেকে পুলিশ তাকে আটক করেছে বলে জানিয়েছে বিএনপির নেতাকর্মীরা। তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি এখনো জানানো হয়নি।
বিএনপির নেতাকর্মীরা জানায়, দলের ঘোষিত পদযাত্রা কর্মসূচির প্রস্তুতিকালে নীরবকে আটক করা হয়। সোয়া ৩টায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নেয় পুলিশ।
যুবদল নেতা আমিনুল ইসলাম বলেন, ‘সম্পূর্ণ বেআইনিভাবে সাইফুল আলম নীরব ভাইকে তুলে নিয়ে যায় পুলিশ। তাকে এমন ভাবে আটকের নিন্দা ও প্রতিবাদ জানাই।’
এ দিকে নীরবকে আটকের প্রতিবাদে তেজগাঁও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্য সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।
আটকের বিষয়টি জানতে চাইলে তেজগাঁও বিভাগের ডেপুটি কমিশনার (ডিসি) আজিমুল হক বলেন, ‘আমাদের এলাকার তেজগাঁও থানার পুলিশ এক নেতাকে আটক করেছে। তবে বিষয়টি পরিষ্কার করে এখন জানাতে পারছি না। এই বিষয়ে পরে বলা যাবে। পরে ফোন করুন।’