বিএনপি ১০ দফা আদায় ও কেয়ারটেকার সরকার ছাড়া নির্বাচনে যাবে না: দুলু
রংপুরে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেছেন, জনগণের আন্দোলনকে ভয় পায় বলেই এখন বিদেশীদের মাধ্যমে বিএনপিকে নির্বাচনে আনার চেষ্টা করছে সরকার।
নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে বিএনপির অবস্থান সম্পর্কে তিনি বলেন, বিএনপি ১০ দফা আদায় ও কেয়ারটেকার সরকার ছাড়া নির্বাচনে যাবে না।
শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রংপুর মেট্রোপলিটন কোতায়ালী থানার পদযাত্রায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
পদযাত্রাটি নগরীর সেন্ট্রাল রোড থেকে পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, জীবন বীমা, গ্র্যান্ড হোটেল মোড় হয়ে শাপলা চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে মহানগর আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাবেক এমপি বিলকিস ইসলাম প্রমুখ।