আওয়ামী লীগের পতনযাত্রায় পরিণত করতে হবে পদযাত্রাকে: টুকু
জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আগামী শনিবার সারা দেশে মহানগরের প্রত্যেক থানায় থানায় পদযাত্রা অনুষ্ঠিত হবে। এ পদে যাত্রা অনুষ্ঠিত হবে শান্তিপূর্ণভাবে। তবে এ কর্মসূচি হবে আওয়ামী লীগের জন্য পতন যাত্রা। জাতীয়তাবাদী শক্তির সকল নেতাকর্মী ছাড়াও সাধারণ জনগণকে এ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করতে হবে। সবাইকে নিয়ে সোচ্চার হতে হবে। আওয়ামী লীগের পতনকে ত্বরান্বিত করতে হবে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) নয়া পল্টনে ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। আগামী শনিবার ঢাকা মহানগরের থানায় থানায় যুগপৎ কর্মসূচি পদযাত্রাকে সফল করতে এ সভার আয়োজন করা হয়।
টুকু বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে, গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে, দেশমাতা খালেদা জিয়াকে মুক্ত করতে, দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে কঠোর আন্দোলন আসছে। এক দফার ওই আন্দোলনকে সফল করতে সবাইকে সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে। চলমান আন্দোলনে ক্ষমতাসীনরা অনেক বাধা বিঘ্ন সৃষ্টি করবে। হামলা করবে মামলা করবে। কিন্তু দলের নির্দেশনায় শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করতে হবে। দল যখন নির্দেশনা দেবেন তখন পাল্টা আঘাত করতে হবে। সবকিছুর জন্যই সবাইকে প্রস্তুত থাকতে হবে।
সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না বলেন, আন্দোলন আন্দোলন আন্দোলনের বিকল্প নেই। সবাইকে কাঁধে কাঁধ রেখে রাজপথের আন্দোলনে ভূমিকা রাখতে হবে।