নির্বাচন সঠিকভাবে বা জনগণের প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না: জি এম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপ-নেতা জি এম কাদের বলেছেন, ‘নির্বাচন কমিশনসহ সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস এবং সরকার সব কিছু নিজের কুক্ষিগত করে রাখায় জনগণ নির্বাচন বিমূখ। দেশে এখন বিরাজনীতিকরণ চলছে।’
বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে রংপুর মহানগরীর পল্লীনিবাসে মরহুম রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
জি এম কাদের বলেন, ‘বর্তমানের নির্বাচনগুলোতে সাধারণ মানুষের আস্থা নেই বললেই চলে। আমি যতটুকু দেখেছি, নির্বাচন সঠিকভাবে বা জনগণের প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না। জনমতের প্রতিফলন হচ্ছে, এটা বেশির ভাগ মানুষই বিশ্বাস করে না। যার জন্য নির্বাচনে আসতে সাধারণ মানুষের মধ্যে একটা অনিহা দেখা যাচ্ছে। এটা বিরাজনীতিকরণের মতো হয়ে যাচ্ছে।’