আমরা আন্দোলনেও খেলবো, নির্বাচনেও খেলবো: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে বিএনপিকে জোর করে আনা হবে না। তবে নির্বাচন বানচালের চেষ্টা করলে কঠোরভাবে মোকাবিলা করা হবে। তিনি বলেন, ‘আমরা আন্দোলনেও খেলবো, নির্বাচনেও খেলবো।’
রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর কেরানীগঞ্জে এক শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি। ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে’ এই কর্মসূচি পালন করে ঢাকা জেলা আওয়ামী লীগ।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকারকে হটাতে বিএনপি এখন পার্বত্য চট্টগ্রামসহ রোহিঙ্গা শিবির নিয়ে চক্রান্ত করছে। চক্রান্ত করে শেখ হাসিনাকে হটাবেন?’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ফখরুল সাহেব মনে রাখবেন—৭৫ আর ২০২৩ সাল এক নয়। ২০০১ আর ২০২৩ এক নয়। সেই অস্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে আর হবে না।’