জনগণের রক্তচুষে টাকার পাহাড় গড়েছে আ.লীগের লোকেরা, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বড় বড় গাড়ি বাড়ি করেছে আওয়ামী লীগের লোকেরা। জনগণের রক্তচুষে তারা টাকার পাহাড় গড়েছে। এমপি-মন্ত্রীরা ফুলে কলাগাছ হয়ে গেছে। এসবের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।
রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে পদযাত্রা কর্মসূচির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশের সব ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে সব অর্থ লুটপাট করে শেষ করে দিচ্ছে এই অবৈধ সরকার। আওয়ামী লীগের অনেকের পায়ে স্যান্ডেল পরার ক্ষমতা ছিল না, তারা দেশের মানুষের রক্ত চুষে নিয়ে এখন বড় বড় অট্টালিকা বানিয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত সংকটে। এ সংকট বিএনপির, তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার সংকট নয় এ সংকট দেশের মানুষের সংকট। চালের দাম কমছে না। চাল-ডাল-তেল থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সব কিছুর দামে ঊর্ধ্বগতি। মানুষ ঠিকমতো খেতে পায় না। কোনো কথা বলা যায় না। কথা বললেই জেলে যেতে হয়। বিএনপির এমন কোনো নেতা নেই, যে তার নামে মামলা নেই।
তরুণ যুবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের যত পরিবর্তন হয়েছে ভাষা আন্দোলন থেকে শুরু করে ’৬৯-এর গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ সবকিছুর মূলে তরুণ-যুবকরা ছিল। তাই তরুণ যুবকদের আহ্বান জানাবো- এগিয়ে আসুন, সামনে আসুন; পরিবর্তনের নেতৃত্ব দিতে হবে। পরিবর্তন করতে হবে দুর্বার গণআন্দোলন সৃষ্টি করে এই ভয়াবহ জালিম সরকারকে, যারা আমাদের সব কিছু ধ্বংস করে দিয়েছে। তাদেরকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘বেগম খালেদা জিয়াকে আটক করে রাখা হয়েছে মিথ্যে মামলা দিয়ে। চার বছর তিনি কারাবন্দী। তারপর এখন তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে সম্পূর্ণ মিথ্যা মামলায়। আমাদের নেতা তারেক রহমান দূরে নির্বাসিত অবস্থায় রয়েছেন। তার বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়েছে। মামলা আর মামলা সকলের বিরুদ্ধে। মামলা এরা মামলা দিয়ে দমন করে ক্ষমতায় টিকে থাকতে চায়।’
ফখরুল বলেন, ১৫ বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় বসে আছে। কেউ কোনো কথা বলতে পারছে না। দেশে কোনো স্বাস্থ্যসেবা নেই। দেশের মানুষের কোনো উপকার হচ্ছে না। তারা দেশে আবার নতুন নির্বাচনের পাঁয়তারা করছে। বলছে দেশে আর তত্ত্বাবধায়ক সরকার হবে না, এই বলে বেআইনিভাবে আবার ক্ষমতায় আসতে চায়। এ দেশের জনগণ আর আপনাদের ক্ষমতায় দেখতে চায় না। অবিলম্বে ক্ষমতা ছেড়ে দিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন। দেশের মানুষকে শান্তিতে থাকতে দিন।
পদযাত্রা কর্মসূচির সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং সঞ্চালনা করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মো: সালাউদ্দিন, ঢাকা জেলা মহিলা দলের আহ্বায়ক সাবিনা ইয়াসমিন প্রমুখ।