তত্ত্বাবধায়ক সরকার গঠনে আওয়ামী লীগকে বাধ্য করা হবে: হারুন

0

 তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে আর কোনো ধানাই-পানাই চলবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ হারুন।

তিনি বলেন, অনেক ধানাই-পানাই করেছেন।

এসব আর সহ্য করা হবে না। লুটপাট করতে করতে আপনারা দেশকে সর্বনাশের জায়গায় নিয়ে গেছেন। সময় কাছিয়ে এসেছে। তবে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে যাবে না, নির্বাচন মেনেও নেবে না। তত্ত্বাবধায়ক সরকার গঠনে আওয়ামী লীগকে বাধ্য করা হবে।

গতকাল শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী মহনগরীর সাগরপাড়া বটতলা মোড়ে জেলা বিএনপি আয়োজিত পদযাত্রাপূর্ব সমাবেশে ক্ষমতাসীন দলকে উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির সাবেক এমপি বলেন, আওয়ামী লীগের নেতা, এমপি ও মন্ত্রীদের শরীর থেকে এখন তেল বেরুচ্ছে। তাদের শরীর চকচক করছে। কিন্তু এ তেল ছুটে যাবে বলেও সতর্ক করেন তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com