৪ মার্চ মহানগরের থানায় থানায় পদযাত্রা করবে বিএনপি

0

চলমান গণআন্দোলনের পরবর্তী যুগপৎ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ৪ মার্চ দেশব্যাপী সকল মহানগরের অন্তর্গত থানায় পদযাত্রা করবে দলটি।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীতে দেশব্যাপী সকল মহানগরের অন্তর্গত সকল থানায় পদযাত্রা সফল করে গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানো, দমন-নিপীড়ন বন্ধ, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ কারাবন্দী নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি এবং গণবিরোধী সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবি আদায়ে সরকারকে বাধ্য করতে চলমান গণ-আন্দোলন সফল করার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, আজ ২৫ ফেব্রুয়ারি দেশব্যাপী জেলা পদযাত্রায় নেতৃত্ব প্রদানকারী কেন্দ্রীয় নেতৃবৃন্দও স্ব স্ব পদযাত্রা থেকে যুগপৎ আন্দোলনের পরবর্তী এই কর্মসূচি ঘোষণা করেছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com