মিথ্যার ছড়াছড়িতে সত্য হারিয়ে যাচ্ছে, সত্যকে কেউ সামনে আনতে চায় না: আইভী

0

চারদিকে এত মিথ্যার ছড়াছড়িতে সত্য যেন হারিয়ে যাচ্ছে। সত্যকে কেউ সামনে আনতে চায় না। কারণ সত্য বলাটা অনেক কঠিন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের পুরাতন জিমখানা এলাকায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। মেয়র আইভীর বাবা আলী আহাম্মদ চুনকার ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেয়র আইভী বলেন, অনেক কঠিনের মধ্যে দাঁড়িয়ে সত্য বলতে হয়। সত্য বলার জন্য বাধা আসে শত শত। মিথ্যা বলতে এক সেকেন্ড লাগে না। এখন মিথ্যার জামানা চলছে। আমরা সেই জামানার সঙ্গে হাঁটতে চাই না। কারণ আমার পারিবারিক শিক্ষা বলে ধৈর্য ধরতে, সহ্য করতে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com