আন্দোলন ছাড়া গণতন্ত্রকে পুনরুদ্ধারের উপায় নেই: মিনু
গণতন্ত্রকে নিঃশেষ করে দিয়েছে আওয়ামী লীগ। আন্দোলন ছাড়া গণতন্ত্রকে পুনরুদ্ধারের উপায় নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশন এর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁ জেলা বিএনপি আয়োজিত পদযাত্রার উদ্বোধনের সময় এ মন্তব্য করেন তিনি।
প্রশাসনের কথা উল্লেখ করে মিনু বলেন, দেশে ৮০ শতাংশ প্রশাসনিক কর্মকর্তা আমাদের বন্ধু। কতিপয় কিছু কর্মকর্তা আওয়ামী লীগ সরকারের পক্ষে অন্যায়ভাবে আমাদের নেতাকর্মীদের ওপর দমন নিপীড়ন চালাচ্ছেন। এমন পরিস্থিতিতে আন্দোলন ছাড়া গণতন্ত্রকে পুনরুদ্ধারের উপায় নেই।
তিনি আরও বলেন, জনগণ আমাদের বন্ধু, সারাবিশ্ব আমাদের বন্ধু। আগামী দিনে এ সরকারের বিদায় হবে, নিরপেক্ষ সরকার হবে। নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ ২০টি আসনও পাবে না। দেশ ও দেশের মানুষের মুক্তির জন্য কঠোর আন্দোলনের কোনো বিকল্প নাই।
মিনুর দাবি, বিএনপি মাঠে আছে। আগামীতেও থাকবে। আন্দোলনের মাধ্যমেই এ সরকারের পতন হবে। রাজপথেই সব অপশক্তির মোকাবিলা হবে।