আওয়ামী লীগ সরকার বিডিআর বিদ্রোহে জড়িত: এ্যানি

0

পিলখানায় আজকের এ দিনে ষড়যন্ত্রমূলক বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনাবাহিনীর কর্মকর্তা শহীদ হয়েছিলেন। এ ঘটনায় আওয়ামী লীগ সরকার জড়িত ছিল বলে দাবি করেছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, তখন আমরা তদন্ত দাবি করেছিলাম। সেনাবাহিনীর মাধ্যমে একটি তদন্ত কমিটিও হয়েছিল। কিন্তু প্রতিবেদনে কী এসেছে তা দেশের মানুষ জানতে পারেনি। আমরা সেই প্রতিবেদন প্রকাশের দাবি জানাচ্ছি।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে লক্ষ্মীপুরে খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে পদযাত্রার শুরুতে তিনি এসব কথা বলেন।

এ্যানি আরও বলেন, আওয়ামী লীগ ভোট চোর। দিনের ভোট রাতে করে তারা অবৈধভাবে ক্ষমতায় আছে। এদেশে আইনের শাসন নেই। বিচার বিভাগের স্বাধীনতা নেই। দেশে দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলকভাবে কারাবন্দি রাখা হয়েছে। আজ গণতন্ত্র নেই বলে দেশে এসব হচ্ছে। আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com