বিএনপি দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে: দুলু

0

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে। এসব আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে বিএনপি নেতাকর্মীরা কেউ ঘরে বসে থাকবে না।

নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার সময় নাটোর জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় কর্মসূচির আওতায় চাল ডাল তেল চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিও প্রতিবাদ, খালেদা জিয়াসহ আটক দলীয় সব নেতাকর্মীদের মুক্তি ও সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবিতে জেলা বিএনপি পদযাত্রাপূর্ব এ সমাবেশের আয়োজন করে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com