গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করতেই তত্ত্বাবধায়ক সরকার দরকার, এটাই জনগণের প্রধান দাবি: গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করতেই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দরকার। এটাই জনগণের প্রধান দাবি। এই ন্যায্য দাবি আদায়ের জন্যই বিএনপি আন্দোলন করছে, কোনো অন্যায় দাবি নিয়ে নয়।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর জেলা বিএনপির পদযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার কথায় কথায় বলে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কিন্তু সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্যই তা বাতিল করেছে। সংবিধান মানুষের জন্য, মানুষ সংবিধানের জন্য, এটি কোনো ধর্মগ্রন্থও নয়। জাতির প্রয়োজনেই আবার সংবিধান পরিবর্তন করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
এ সময় গয়েশ্বর বেগম খালেদা জিয়াসহ মিথ্যা মামলায় আটক সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি দাবি করেন।
এ সময় আরো বক্তব্য দেন- জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান প্রমুখ।