নায়িকার ‘প্রেমিকার নাম কবিতা’ নামের বইয়ের মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
প্রথমবারের মতো বই লিখলেন চিত্রনায়িকা জাহারা মিতু। ‘প্রেমিকার নাম কবিতা’ নামের তার লেখা কবিতার বইটি এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে জাহারা মিতুর লেখা বইয়ের মোড়ক উন্মোচন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় ওবায়দুল কাদের বলেন, শত সেতুর উদ্বোধনের পর এবার শত কবিতার মোড়ক উন্মোচন করলাম। জানতাম মিতু একজন নায়িকা। এবার জানলাম, তিনি ভালো লেখকও। আমরা চাই শিল্পচর্চার সঙ্গে যারা জড়িত আছেন, তারা যেন জ্ঞানচর্চার সঙ্গেও জড়িত থাকেন।
প্রিয় ও আদর্শ’র নেতাকে পাশে পেয়ে উচ্ছ্বসিত মিতু। তিনি বলেন, আমার প্রথম চলচ্চিত্রের মহরতে তিনি পাশে ছিলেন, আমার প্রথম কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচনও তার হাত ধরেই। আমার সবচাইতে প্রিয় ব্যক্তিত্ব, আদর্শ, শ্রদ্ধাভাজন তিনি। সরকারের অবকাঠামোগত বিপ্লব যার হাত ধরে তিনিই আমাদের প্রিয় মানুষ। তার হাত ধরেই শত সড়কের পর শত কবিতার উদ্বোধন হয়েছে। আমি চিরকৃতজ্ঞ মন্ত্রী মহোদয়ের কাছে।