মাতৃভাষা দিবস উপলক্ষে পথশিশুদের মাঝে বই বিতরণ শিবিরের
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পথশিশুদের মাঝে বই বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) এই আয়োজন করে ছাত্রশিবিরের ঢাকা মহানগর পূর্ব শাখা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পূর্ব শাখার ভারপ্রাপ্ত সভাপতি অহিদুল ইসলাম আকিক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের সকলের উচিত দল-মত নির্বিশেষে গণমানুষ ও পথশিশুদের পাশে দাঁড়ানো, কারণ তারাও আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের সকলের উচিত আমাদের সকলের জায়গা থেকে পথশিশুদের জন্য সর্বোচ্চ সহযোগিতা করা এবং এটি আমাদের নৈতিক দায়িত্বের অন্তর্ভুক্ত।