মাদারীপুরে জুতা পায়ে শহীদ মিনারে ছাত্রলীগ নেতার শ্রদ্ধা নিবেদন!
মাদারীপুরে জুতা পায়ে মনজুর ইসলাম নামে এক ছাত্রলীগ নেতাকে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে দেখা গেছে। তবে প্রচণ্ড ভিড়ে ধাক্কাধাক্কির কারণে জুতা খোলার সুযোগ পাননি বলে দাবি করেছেন তিনি।
জানা গেছে, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মাদারীপুর সরকারি কলেজ শহীদ মিনারে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মনজুর ইসলাম সংগটনের নেতাকর্মীদের নিয়ে ফুল দিতে গেলে এ ঘটনা ঘটে।
মাদারীপুরের সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি ইয়াকুব খান শিশির বলেন, এটি আমাদের জন্য খুবই লজ্জাজনক কথা। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ বাংলা ভাষায় কথা বলতে পারছি, তাদের শ্রদ্ধা জানানো হলো জুতা পায়ে দিয়ে। তাদের ছাত্রত্ব ও শিক্ষা নিয়ে প্রশ্ন রয়ে যায়। ঘটনাটি দুঃখজনক।
বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির বলেন, এটি অত্যন্ত গর্হিত কাজ। তিনি জুতা পায়ে দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাতে পারেন না। আমি এর নিন্দা জানাই।
২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে শহিদ মিনারে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন প্রথমে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।