মানিকগঞ্জে শহিদ মিনারে নাম ঘোষণা নিয়ে শ্রমিক লীগের দুপক্ষের মারামারি, আহত ৬
ভাষাশহিদদের শ্রদ্ধা জানাতে মানিকগঞ্জে ফুল দেওয়ার সময় নাম ঘোষণা নিয়ে শ্রমিক লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন ৬ জন। মঙ্গলবার শ্রমিক লীগের বিবাদমান দুপক্ষের মধ্যে এ সংঘর্ষ ঘটে।
সংঘর্ষের ঘটনাটি পরে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতা-কর্মীদের মধ্যেও ছড়িয়ে পড়ে। এতে সরকার দলীয় আওয়ামী লীগের ওই তিন অঙ্গসংগঠনের কমপক্ষে ৬ নেতা-কর্মী আহত হয়েছেন।
আহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন— সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল আহসান, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা সানজিদ কাজল ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা জসিম উদ্দিন।
পুলিশ, দলীয় এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জেলা শ্রমিক লীগের আধিপত্য বিস্তার ও নেতৃত্ব নিয়ে বাবুল সরকার ও আবদুল জলিলের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।