গণতন্ত্র হত্যাকারী আওয়ামী সরকারের কাছ থেকে জনগণ মুক্তি চায়: ড. মোশাররফ

0

গণতন্ত্র হত্যাকারী আওয়ামী সরকারের কাছ থেকে জনগণ মুক্তি চায় জানিয়ে বিএনপির  স্থায়ী  কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আওয়ামী লীগ বাতিল করেছে, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান প্রতিস্থাপন করলে সমস্যার সমাধান হয়ে যাবে।’

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এক আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় আওয়ামী লীগে নেতাদের এমন অভিযোগের জবাবে মোশাররফ বলেন, ‘আওয়ামী লীগ স্বচ্ছ পানিকে ঘোলা করেছে। এখানে যদি কেউ মাছ শিকার করে এর দায়-দায়িত্ব সরকারের। বাংলাদেশের পানি স্বচ্ছ করার প্রয়োজন। আওয়ামী লীগ ক্ষমতায় এলেই গণমাধ্যমকে আক্রমণ করে। সরকার গায়ের জোরে ক্ষমতায় রয়েছে। দেশে গণতন্ত্র নেই। টাকা লুটপাট করে বিদেশে পাচার করে দেশকে দেউলিয়া করছে। ব্যাংক লুটপাট করছে।’

মোশাররফ আরও বলেন, ‘মেগা প্রকল্প ও ফ্লাইওভার করে সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি। মধ্যবিত্ত গরীব হয়েছে; গরীব আরও গরীব হয়েছে। গণতন্ত্রকে হত্যাকারী এই সরকারের বিরুদ্ধে মানুষ রাস্তায় নামতে শুরু করেছে। জনগণ সরকারের কাছ থেকে মুক্তি চায়।’

এসময় খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশে-বিদেশে সকলেই বলছে বাংলাদেশে গণতন্ত্র নেই। ভাষা আন্দোলন কিংবা মুক্তিযুদ্ধের চেতনা বারবার হত্যা হয়েছে। আওয়ামী লীগ শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য গত ১৪ বছরে গণতন্ত্রকে হত্যা করেছে। সরকার মুক্ত চিন্তা নিয়ন্ত্রণে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে, মত প্রকাশের স্বাধীনতা নেই। লুটপাট দুর্নীতি টাকা পাচার করে দেশকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করে ফেলেছে সরকার। সরকারের চরিত্র বুঝে মানুষ মাঠে নেমেছে। বিএনপি সেজন্য সরকারের পদত্যাগে ১০দফা দাবি দিয়েছে। আওয়ামী লীগ অতীতে বহু বক্তব্য দিয়েছে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃস্থাপন করতে হবে। আওয়ামী লীগ দেশের স্বচ্ছ পানি ঘোলা করেছে। রাজপথে দেশে গণ অভ্যুত্থান করে যত শীঘ্রই সরকারকে বিদায় করা যাবে ততোই দেশের জন্য মঙ্গল।

বিএনপি আয়োজিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান,  আবদুস সালাম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com