মির্জা ফখরুল সিএইচডিইউ’তে অবজারভেশনে: ডা: জাহিদ

0

উনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সিএইচডিইউ’তে অবজারভেশনে রাখা হয়েছে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে হাসপাতালে মির্জা ফখরুলের চিকিৎসার খোঁজখবর নেয়ার পর জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘মহাসচিবকে আপাতত সিএইচডিইউ’তে অবজারভেশনের জন্য রেখেছেন ডাক্তাররা। ওনার রক্তসহ নানা ধরনের পরীক্ষা করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের জটিলতা খুঁজে পাননি তারা।’

এর আগে এদিন দুপুর ১২টার দিকে অসুস্থবোধ করায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।

সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, ‘মহাসচিব অসুস্থতাবোধ করায় অফিসের সহকর্মীরা তাকে জরুরিভাবে ইউনাইটেড হাসপাতালে কার্ডিওলজি বিভাগে ডাক্তার মমিনুজ্জামানের তত্ত্বাবধানে ভর্তি করানো হয়েছে। এখানে তার ইজিসি’সহ সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। আলহামদুলিল্লাহ কোনো ধরনের জটিলতা পাওয়া যায়নি। পরীক্ষার রিপোর্টগুলো পাওয়ার পর চিকিৎসকরা যে ধরনের অবজারভেশন দেবেন সেই মোতাবেক চিকিৎসার সিদ্ধান্ত হবে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com