নাজমুল হুদার প্রথম জানাজা সম্পন্ন

0

সাবেক যোগাযোগমন্ত্রী ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদার প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ধানমন্ডির বাইতুল আমান মসজিদে মরহুমে জানাজা অনুষ্ঠিত হয়।

প্রথম জানাজা শেষে প্রবীণ এই রাজনীতিবিদের মরদেহ নিজ কর্মস্থল বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের নিয়ে যাওয়া হয়। সেখানে বেলা সাড়ে ১২টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে ।

পরিবারের সূত্রে জানা গেছে, দ্বিতীয় জানাজা শেষে এই রাজনীবিদের মরদেহ তার জন্মস্থান ঢাকার দোহারে নিয়ে যাওয়া হবে। সেখানে পর্যায়ক্রমে জয়পাড়া স্কুল মাঠে বাদ যোহর এবং পদ্মা কলেজ মাঠে বাদ আসর শেষ জানাজা অনুষ্ঠিত হবে। তারপর পারিবারিক কবরস্থানে এই রাজনীতিবিদেকে সমাহিত করা হবে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দীর্ঘদিন অসুস্থ থাকা ব্যারিস্টার নাজমুল হুদা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com