আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে, সংবিধান থেকে এক চুলও নড়ব না: কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ভুলে যান। এ অসাংবিধানিক ব্যবস্থা আর ফিরবে না। বিএনপির প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে, সংবিধান থেকে আওয়ামী লীগ এক চুলও নড়বে।
গতকাল শনিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘শান্তি সমাবেশে’ এ কথা বলেন কাদের। বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ শান্তি সমাবেশের আয়োজন করা হয়।
২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ছাত্রলীগের নাম ব্যবহার করে যারা যেসব অপকর্ম করছে তারা দুর্বৃত্ত। আমরা উন্নয়ন করছি গুটি কয়েকজন অপকর্ম করে সরকারের অর্জন ম্লান করবে, এটা হতে দেওয়া যাবে না। দুর্বৃত্তদের বিরুদ্ধেও খেলা হবে। এসব দুর্বৃত্তদের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক নেই। এখানে তাদের থাকার অধিকার নেই। শেখ হাসিনা কাউকে ছাড় দেয় না।
তিনি বলেন, অর্থ পাচারকারীরা সাবধান হয়ে যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর হচ্ছেন। কাউকে ছাড় দেওয়া হবে না।