দেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাবে: খসরু
দেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে এতিম হয়ে গেছে, ‘জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।’
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম মহানগরীর কাজির দেউরি নুর আহম্মেদ সড়কে আয়োজিত পদযাত্রার শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে আমীর খসরু বলেন, ‘চট্টগ্রামে আজকের পদযাত্রা ওয়াসার মোড়, এনায়েত বাজার মোড় পার হয়ে গেছে। লাখো জনতা রাস্তায় নেমে গেছে। এরা কেউ বাড়ি ফিরে যাবে না। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এ ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাবে। জনগণ ফ্যাসিস্টের পতন ঘটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে নিরপেক্ষ সংসদ ও নিরপেক্ষ সরকার আনবে, যারা সাধারণ মানুষের কাছে জবাবদিহি থাকবে।’
তিনি বলেন, ‘তারেক রহমানের সিদ্ধান্ত, ফয়সালা হবে রাজপথে। রাজপথ ছাড়া দ্বিতীয় কোনো পন্থা নেই। রাজপথে জনগণকে নিয়ে এ ফ্যাসিস্টকে হটাতে হবে। ঢাকায়ও আমাদের সমাবেশ হয়েছে। লোকে লোকারণ্য ছিল এ পদযাত্রা। আওয়ামী লীগ আজ এতিম হয়ে গেছে। মানুষের দ্বারে দ্বারে ঘুরছে। পুলিশের পিছে পিছেও ঘুরছে। আর ছুরি, লাঠি, দা নিয়ে তারা শান্তি সমাবেশ করছে। ওরা নাকি জনগণের সম্পদ রক্ষা করবে।’
আইন রক্ষার জন্য কয়জন থাকবে- এমন প্রশ্ন করে আমির খসরু বলেন, ‘আইন রক্ষার জন্য একজন থাকবে, হয় পুলিশ থাকবে, নতুবা আওয়ামী সন্ত্রাসীরা থাকবে। দুইটা তো থাকতে পারে না। দেশে যদি আইন থাকে, তাহলে পুলিশ থাকবে, দেশে যদি আইন না থাকে, তাহলে আওয়ামী সন্ত্রাসীরা দা, ছুরি নিয়ে সন্ত্রাসী কার্যকলাপ করবে। তবে এসব দিয়ে বাংলাদেশের মানুষকে দমানো যাবে না।’
তিনি বলেন, ‘‘আগামী নির্বাচন যদি আগের নির্বাচনের মতো করেন, দিনের ভোট রাতে চুরি করেন, তাহলে দেশের মানুষ বুঝিয়ে দেবে ‘কত ধানে কত চাল’। আজকে আওয়ামী লীগ ভীত হয়েছে। বিশ্ববিবেক আজ আমাদের পাশে দাঁড়িয়েছে। ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকরা বার্তা দিচ্ছেন পরিষ্কারভাবে। যদি বাংলাদেশের গণতন্ত্র নিচের দিকে যায় তাহলে তাদের সঙ্গে সম্পর্কও নিচের দিকে যাবে। ভোট চুরির নির্বাচন, মানবাধিকার লঙ্ঘন, গুম, খুন, মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে বাঁচার কোনো সুযোগ নেই।’’
কেন্দ্রীয় বিএনপিঘোষিত ১০ দফা দাবি আদায় কর্মসূচির অংশ হিসেবে মহানগর বিএনপি এ পদযাত্রার আয়োজন করে।
নুর আহম্মেদ সড়কে দলীয় কার্যালয় থেকে এ পদযাত্রা শুরু হয়। এটি লাভলেইন মোড়, জুবলি রোড়, তিনপুলের মাথা, বোস ব্রাদার্স, ডিসি হিল, বৌদ্ধ মন্দির, লাভলেইন হয়ে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।