রমজানের আগেই মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি সব আলেমকে মুক্তির দাবি

0

আসন্ন রমজানের আগেই মাওলানা মামুনুল হক, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা মনির হোসাইন কাসেমী, মাওলানা মাঈনুল ইসলাম খন্দকার, মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ কারাবন্দি সব আলেমকে মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত দলের ঢাকা মহানগর শাখা আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়।

নেতারা অভিযোগ করেন, সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে দীর্ঘ প্রায় দুই বছর যাবত আলেম উলামাদের বন্দি করে রেখেছে। সরকার অপশক্তিকে খুশি রাখতে চাচ্ছে, আগামী নির্বাচনের বৈতরণী পাড় হবার জন্য। কিন্তু মনে রাখবেন, জনতা জেগে উঠছে। যেনতেন নির্বাচনের চিন্তা বাদ দিন। নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া এদেশের মানুষ কোনও নির্বাচন মানবে না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com