ঢাকায় বিএনপির পদযাত্রা ১৭ ফেব্রুয়ারি
ঢাকায় বিএনপির কর্মসূচির তারিখ পরিবর্তন হয়েছে। আগামী ১৮ ফেব্রুয়ারি দেশের মহানগরগুলোতে বিএনপির পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। অন্য মহানগরীতে কর্মসূচির তারিখ ঠিক থাকলেও ঢাকার কর্মসূচি একদিন এগিয়ে আনা হয়েছে। অনিবার্য কারণে এই তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে দলটি।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানানো হয়। দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান।