হেরে যাওয়ার ভয়ে নির্বাচনের পথ হারিয়ে বিএনপি এখন পদযাত্রায় নেমেছে: কাদের
হেরে যাওয়ার ভয়ে নির্বাচনের পথ হারিয়ে বিএনপি এখন পদযাত্রায় নেমেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, তাদের (বিএনপির) সঙ্গে জনগণ নেই। আর জনগণ ছাড়া কোনো আন্দোলন সফল হয় না।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বঙ্গবন্ধু চত্বরে মোশাররফ-ফজিলাতুন্নেছা ফাউন্ডেশনের বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন সারা দুনিয়ায় সমাদৃত। তিনি ধৈর্য, দক্ষতা ও সাহসের সঙ্গে বর্তমান সংকট সামাল দিতে আসছেন। শেখ হাসিনা নির্ঘুম রাত কাটান মানুষের জন্য। তিনি বেশি টাকায় পণ্য আমদানি করে কম টাকায় জনগণকে দেন।