কেয়ারটেকার সরকারের আবির্ভাব হয়েছিল নির্বাচনে কারচুপির জন্য: আনিসুল হক
নির্বাচনে কারচুপির জন্যই কেয়ারটেকার সরকারের আবির্ভাব হয়েছিল বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নতুন অভিযাত্রায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, এদেশে কেয়ারটেকার সরকারের আবির্ভাবই হয়েছিল নির্বাচনে কারচুপি করার জন্য। তাই দেশের সর্বোচ্চ আদালত কেয়ারটেকার সরকার ব্যবস্থাকে অবৈধ বলে রায় দিয়েছে। সে আলোকে সংসদে সংবিধান সংশোধন করা হয়েছে।
তিনি বলেন, কেয়ারটেকার সরকার আসার আর কোনো সুযোগ নেই। এদেশে নির্বাচন সংবিধানের আলোকেই হবে।