‘সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হওয়ায় জনগণ রাস্তায় নামতে বাধ্য হয়েছে’

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা হয়েছে বলে জনগণ রাস্তায় নামতে বাধ্য হয়েছে। তাই সরকার জনগণের আন্দোলনকে ভয় পায়।

জনগণ আন্দোলনের মাধ্যমে রায় দিয়েছে এ সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।

রোববার (১২ ফেব্রুয়ারি) গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রা কর্মসূচির উদ্বোধনের আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, জনগণ যে আন্দোলন শুরু করেছে মামলা-অত্যাচার-নির্যাতন করে এ আন্দোলন দমানো যাবে না। নানা কু-কৌশল করেও সরকার এ আন্দোলন দমিয়ে রাখতে পারেনি।

জনগণের আন্দোলন এতটাই প্রকট হয়েছে যে একসঙ্গে দেশের সব ইউনিয়নে এ ধরনের পদযাত্রা। এটাই দেশের ইতিহাসে প্রথম বলেও মন্তব্য করেন তিনি।

খন্দকার মোশাররফ বলেন, সরকার হামলা-মামলা দিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানকে জনবিচ্ছিন্ন করতে চেয়েছিল। কিন্তু সরকার তাতে পুরোটাই ব্যর্থ হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com