ঝালকাঠিতে বিএনপির পদযাত্রায় আ.লীগের হামলা, আহত ১৫
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে ঝালকাঠিতে বিএনপির ইউনিয়ন পর্যায়ে গণপদযাত্রায় পুলিশের বাধা ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজার থেকে গণপদযাত্রা বের করেন ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা।
কেওড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. মাহাতাব উদ্দিনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি আবুল কালাম বাদলকে পিটিয়ে গুরুতর জখম করে। এছাড়া অত্র ইউনিয়নের বাসিন্দা জেলা তাঁতী দলের সভাপতি মো. বাচ্চু হাসান খান, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. সেলিম আহসান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. মুন্না, যুবদল নেতা মো. শাহিন মাষ্টারকে মারপিট করে আহত করে।
ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, রাজনৈতিক শান্তিপুর্ণ কর্মসূচীতে নগ্ন ও ন্যাক্কারজনক হামলাকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন তিনি।