বিএনপির আন্দোলনে মনে হয় না সরকারের পতন হবে: কৃষিমন্ত্রী
আগামী নির্বাচনে অংশগ্রহণ না করলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রাজ্জাক। এছাড়া সরকার পতনে বিএনপির আন্দোলনের বিষয়ে তিনি বলেন, ‘আমরা মনে হয় না সরকারের পতন হবে।’
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) কৃষিমন্ত্রীর সঙ্গে কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশনের প্রেসিডেন্ট ববি কাওনের নেতৃত্বে প্রতিনিধি দল বৈঠক করে। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা মনে হয় না সরকারের পতন হবে। দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সেই নির্বাচনে যদি ২০১৪ সালের মতো না আসে তবে আমি মনে করি বিএনপির অস্তিত্ব সংকট হবে।’