গত ১৫ বছরে বিএনপির কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করেছে আওয়ামী লীগ: দুদু
বিএনপি কখনও হামলা, মামলার ভয় পায় না। গত ১৫ বছরে আওয়ামী লীগ বিএনপির কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
গতকাল বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে ১১ ফেব্রুয়ারি বিএনপির ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, সর্বশেষ আন্দোলনেও তারা ১৫/১৬ জনকে খুন করেছে। ৬ থেকে ৭শ গুম তারা করেছে। তাই বিএনপি ভয় পায় না। বিএনপি তার দায়িত্ব পালনে পিছু পা হয় না।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।