ফ্যাসিস্ট সরকারের দুঃশাসন অপশাসনের কারণে বিচার ব্যাবস্থা আজ ভেঙ্গে পড়েছে: খসরু

0

ফ্যাসিস্ট সরকারের দুঃশাসন অপশাসনের কারণে আজ বিচার ব্যাবস্থা পর্যন্ত ভেঙ্গে পড়েছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যে আদালতের দায়িত্ব বাংলাদেশের সংবিধান অনুসারে বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা করার, সেই আদালতকে ব্যবহার করা হচ্ছে জনগণের সাংবিধানিক অধিকার কেড়ে নেয়ার জন্য।

বুধবার (৮ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কর্তৃক আয়োজিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ব্যাখ্যা ও বিশ্লেষণ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরীসহ বিভিন্ন পেশাজীবিরা উপস্থিত ছিলেন।

সভায় আমীর খসরু বলেন, আজ বিচার ব্যাবস্থা পর্যন্ত ভেঙ্গে পড়েছে। আদালতের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার কেড়ে নেয়া হচ্ছে। আলোচনা সভায়, আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত  রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ২৭ দফা পেশাজীবীসহ জনগণের কাছে তুলে ধরার কথা জানান বক্তারা।

 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com