আগামী নির্বাচনে ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ নেই, ‘মুখ দেখে নয়, জরিপ দেখে মনোনয়ন’
আগামী নির্বাচনে ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদীয় কমিটির সপ্তম সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় তিনি এ মন্তব্য করেন বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য (এমপি)।
তারা জানান, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী জাতীয় নির্বাচন বেশ কঠিন হবে। ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ নেই। এই নির্বাচনে নানা ধরনের ষড়যন্ত্র হবে, নানা অপপ্রচার চালানোর চেষ্টা করা হবে। এসব বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের যেসব উন্নয়ন আছে সেসব ব্যাপকভাবে প্রচারণা চালানোর নির্দেশনা দেন তিনি।
এসময় শেখ হাসিনা আরও বলেন, আগামী নির্বাচনে কারো মুখ দেখে নয়, জরিপ কিংবা অতীতের আমলনামা দেখে দলীয় মনোনয়ন দেওয়া হবে।