আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতেই ঠাকুরগাঁওয়ে প্রতিমা ভাংচুর: হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
দেশব্যাপী চলমান আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য ঠাকুরগাঁওয়ে প্রতিমা ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ঠাকুরগাঁও জেলা শাখা।
মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করা হয়। এ সময় বক্তারা ঘটনাটির সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার আহ্বান জানান। একইসাথে সংখ্যালঘুদের বসত-বাড়ি ও জান-মাল রক্ষার জন্য সরকারের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্যই রোববার (৫ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় প্রশাসনের প্রতি আমাদের সম্প্রদায়ের অনাস্থা অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সংগঠনটির সভাপতি মনরোঞ্জন সিংয়ের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দলটির সাধারণ সম্পাদক সত্যজিত কুমার কুন্ডুসহ অন্য নেতারা।