খুলনায় বিএনপির ৪৭ নেতাকর্মী কারাগারে
খুলনায় পৃথক মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৪৭ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (৫ জানুয়ারি) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম এ আদেশ দেন।
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান বলেন, খুলনার বটিয়াঘাটা, ডুমুরিয়া ও পাইকগাছা থানার পৃথক তিনটি মামলায় পাইকগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, বটিয়াঘাটা উপজেলার বিএনপির সভাপতি খায়রুল ইসলাম জনি, সাধারণ সম্পাদক খন্দকার ফারুক, জলমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশিকুজ্জামানসহ ৪৭ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে।