হাসিনা সরকারকে ক্ষমতা থেকে নামানো আমাদের নৈতিক দায়িত্ব: গয়েশ্বর
হাসিনা সরকারকে ক্ষমতা থেকে নামানো আমাদের নৈতিক দায়িত্ব জানিয়ে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হলো হাসিনা সরকারের পদত্যাগ।
গয়েশ্বর বলেন, অবৈধ সংসদ বাতিল করতে হবে। দল নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে তত্ত্বধায়ক সরকার গঠন এবং নতুন নির্বাচন কমিশন করতে হবে। তাদের ঘোষিত তফসিলে আগামী নির্বাচন হবে। এই সরকারকে ক্ষমতা থেকে নামানো আমাদের নৈতিক দায়িত্ব। ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার সংবিধানকে ভূলুন্ঠিত করেছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এই সংবিধান সংশোধন করা হবে।
১০ দফা দাবিতে দেশব্যাপি চলমান যুগপৎ আন্দোলন এক দফার আন্দোলনে পরিণত হতে চলেছে বলে দাবি করেন তিনি।
শনিবার (৪ ফেব্রুয়ারী) খুলনায় বিএনপি আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দেশের বিশিষ্টজনদের নিয়ে একটা নির্বাচন কমিশন গঠন করতে হবে।’
তিনি বলেন, ‘এই সরকারের নির্দেশে পুলিশ বিএনপি নেতাকর্মীদের নামে গায়েবি মামলা-হামলা চালাচ্ছে। এই সরকার পাকিস্তানের ইয়াহিয়া খানের সরকারের সকল অপকর্মকেও হার মানিয়েছে। চুরি, দুর্নীতি, খুন, গুম এমন কোনো অপকর্ম নাই যা এই সরকার করছে না। শোনা যায়, তাদের চুরি করা টাকা ১০ লাখ কোটি টাকারও বেশি।’
এছাড়াও গয়েশ্বর চন্দ্র রায় তার বক্তৃতায় গ্যাস বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদ, গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিষ্ট সরকারের পতন সহ ১০ দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ১১ ফেব্রুয়ারী শনিবার সারা দেশের থানায় থানায় পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন।
বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দমন পীড়ন, আওয়ামী সন্ত্রাস নির্যাতনের প্রতিবাদ, বিদ্যুৎ গ্যাস ও নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য কমানোসহ ১০ দফা দাবিতে বিএনপি কেন্দ্রীয় ভাবে দেশের সকল বিভাগীয় সদরে এই সমাবেশ কর্মসূচি ঘোষণা করে।