আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে এদেশে কোনো সুষ্ঠু ভোট হয়নি: ড. রেদোয়ান

0

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ও সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমেদ বলেছেন, নিত্যপণ্যের বাজারে আগুন লেগেছে। সবকিছু নিম্নবিত্ত ও মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।

সরকারি দলের লুটপাটের জন্য নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেশের মানুষকে শাস্তি দেওয়ার কোনো অধিকার এ নিশিরাতের সরকারের নেই।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর পূর্বপান্থপথ এফডিসি সংলগ্ন এলডিপির কার্যালয়ের সামনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে এলডিপির কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়।

ড. রেদোয়ান আহমেদ বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে এদেশে কোনো সুষ্ঠু ভোট হয়নি। সরকারি দলের কর্মীদের চাপে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে পারছেন না নির্বাচন কাজে নিয়োজিত কর্মকর্তারা। এলডিপি শুরু থেকেই বলে আসছে এ সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তাই আমরা আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে যাবে না।

তিনি বলেন, বিএনপিসহ বিরোধীদল যখনই কোনো সমাবেশের ডাক দিয়েছে, তখনই সরকার সমাবেশকে বানচাল করতে কৌশলে সড়ক পথে গণ পরিবহন এবং নদী পথে ট্রলার ও নৌকা চলাচল বন্ধ করে দিয়েছে। হামলা করে নেতাকর্মীদের আহত করেছে, মামলা দিয়ে ঘরবাড়ি ছাড়া করেছে, গ্রেফতার করে নির্যাতন করেছে। বিনা দোষে জেল খাটিয়েছে। অন্যদিকে সরকারি দলের সমাবেশ সফল করার লক্ষে স্পেশাল ট্রেন, বাস ও লঞ্চ সার্ভিস চালু করেছে।

ড. রেদোয়ান আহমেদ আরও বলেন, আজকের সমাবেশ থেকে আমি বলছি আর কোনো দাবি নেই, দাবি একটাই এই সরকারের পদত্যাগ। এ জালিম সরকারের পদত্যাগ ছাড়া এ দেশে কখনই শান্তি আসবে না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com