১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির সমাবেশ ঘিরে লোকে লোকারণ্য নয়াপল্টন

0

গ্যাস, বিদ্যুৎ, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দেশের ১০টি বিভাগীয় শহরে আজ বিএনপির বিক্ষোভ সমাবেশ।

দুপুর ২টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। কেন্দ্রীয় কর্মসূচি রাজধানীর নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে শুরু হবে।

এরই মধ্যে নয়াপল্টনে জড়ো হয়েছেন হাজার হাজার নেতাকর্মী। লোকে লোকারণ্য নয়াপল্টন এলাকা। বন্ধ হয়ে গেছে যানচলাচল। খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। স্লোগানে-স্লোগানে মুখরিত হয়ে উঠছে নয়া পল্টন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com