বিরোধী দলগুলোকে নিঃশেষ করা থেকে সরে আসার আহ্বান মঞ্জুর

0

বাংলাদেশ পার্টি (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মন্জু বলেছেন, ‘অতীতে যেসব ফ্যাসিবাদী গণতান্ত্রিক শক্তিকে দমন করে অট্টহাসিতে উল্লাস করেছিল, তাদের উল্লাস দীর্ঘস্থায়ী হয়নি। সরকারের নির্যাতন নিস্পেষণে গণতন্ত্রপন্থীরা রণেভঙ্গ দেওয়ার পর সেসব স্বৈরশাসকের পতন হয়েছিল উগ্রবাদীদের হাতে।’

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর বিজয়নগরে ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে গ্যাস, বিদ্যুৎ-সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উপর্যুপরি মূল্যবৃদ্ধির প্রতিবাদে পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‌‌‘অতএব সরকারকে বলবো, বিএনপিসহ আমরা যারা গণতান্ত্রিক পথে নির্বাচনের মাধ্যমে আপনাদের পরিবর্তন চাই, তাদের দমন-নিপীড়িনের মাধ্যমে নিঃশেষ করার পথ থেকে সরে আসুন। অন্যথায় আপনাদের ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হতে হবে। আপনাদের পতন হবে সর্বহারা বা আদর্শবাদী উগ্রপন্থীদের হাতে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com