শান্তিপূর্ণ আন্দোলনকে সরকার উসকানি দিয়ে সহিংসতার পথে নিয়ে যেতে চাইছে: সাইফুল হক

0

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক  বলেছেন, বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ আন্দোলনকে সরকার অব্যাহত উসকানি দিয়ে সহিংসতার পথে নিয়ে যেতে চাইছে। তিনি বলেন, ‘সরকারের যাবতীয় উসকানি, হামলা ও দমন নিপীড়ন মোকাবিলা করে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনকে যুগপৎ ধারায় আরও বেগবান করার জন্য সব বিরোধী দল ও দেশবাসীর প্রতি আহ্বান জানাই।’

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির অধিবেশনে সাইফুল হক এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এবার দেশের মানুষ আন্দোলনের বিজয় নিয়েই ঘরে ফিরবে। চলমান আন্দোলনকে বিজয়ী করা ছাড়া ভোটের অধিকার, গণতন্ত্র ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ— কোনও কিছুই নিশ্চিত করা যাবে না। এবারকার আন্দোলন নিছক গতানুগতিক ধারায় সরকার পরিবর্তনের জন্য নয়, এই আন্দোলন অগণতান্ত্রিক ও কর্তৃত্ববাদী গোটা ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যেই পরিচালিত।’

‘এই আন্দোলন বিশেষ কোনও দল বা জোটের নয়,বরং সমগ্র জনগণের। সে কারণে  সরকার ও সরকারি দলের শত বাধা, আর সন্ত্রাস মোকাবিলা করে দেশের মানুষ আন্দোলনের কাতারে সামিল হচ্ছে।’ বলে যোগ করেন সাইফুল হক।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com