নির্বাচন ছাড়া দেশে ক্ষমতার পরিবর্তন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
নির্বাচনে বিএনপির আসা উচিত, আর যদি তারা বর্জন করে এটা সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যাপার বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলের দিকে পুলিশ সুপার কার্যালয়ে হ্যালো পুলিশ মানিকগঞ্জের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি যে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, আমি একজন রাজনৈতিক মানুষ হিসেবে মনে করি- তারা নিশ্চয়ই নির্বাচনে আসবে।
তিনি বলেন, নির্বাচন ছাড়া এ দেশে কোনো দিন ক্ষমতার পরিবর্তন হবে না।
এসময় মানিকগঞ্জ পুলিশ সুপার গোলাম আজাদ খানের সভাপতিত্বে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি যে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, আমি একজন রাজনৈতিক মানুষ হিসেবে মনে করি- তারা নিশ্চয়ই নির্বাচনে আসবে।
তিনি বলেন, নির্বাচন ছাড়া এ দেশে কোনো দিন ক্ষমতার পরিবর্তন হবে না।