পাঠ্যপুস্তকে ইসলামি আদর্শ ও মূল্যবোধকে বিসর্জন দেওয়া হয়েছে: খেলাফত মজলিস

0

সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগ এনে ঢাকায় বিক্ষোভ করেছে খেলাফত মজলিস। শুক্রবার (২৭ জানুয়ারি) রাজধানীর বায়তুল মোকাররমে জুমার নামাজের পর সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল করেছে দলটি।

সমাবেশে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, ‘স্কুল ও আলিয়া মাদ্রাসার নতুন পাঠ্যপুস্তকে ইসলামি আদর্শ ও মূল্যবোধকে বিসর্জন দেওয়া হয়েছে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইতে বাংলার মুসলিম শাসকদের অবদানকে খাটো করা হয়েছে। ব্রিটিশবিরোধী আন্দোলনে বাংলার মুসলিম বীরদের অবদান উপেক্ষা করা হয়েছে।’

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাওহিদুল ইসলাম তুহিনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী।

আরও বক্তব্য দেন যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী প্রমুখ। সমাবেশের পর এক বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে আজাদ প্রোডাক্টসের সামনে শেষ হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com