ক্রীড়াবিদ আরাফাত রহমান কোকোর অষ্টম মৃত্যুবার্ষিকী আজ

0

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর অষ্টম মৃত্যুবার্ষিকী আজ (২৪ জানুয়ারি)। ২০১৫ সালের এ দিনে হৃদরোগে আক্রান্ত হলে কুয়ালালামপুরের মালয়েশিয়া জাতীয় মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

মৃত্যুর তিনদিন পর ২৭ জানুয়ারি কোকোর মরদেহ দেশে আনা হলে বায়তুল মোকাররম মসজিদে জানাজাে শেষে রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। কোকোর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বিএনপি। এছাড়া দেশব্যাপী জেলা ও মহানগরে আলোচনা সভা ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

দিনটি উপলক্ষে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ছবি ও ভিডিও পোস্ট করে কোকোর প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। পোস্টে বলা হয় ‘তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে আমাদের হৃদয়ে। অষ্টম মৃত্যুবার্ষিকীতে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com