বর্তমান সরকার বিদ্যুৎ ও জ্বালানিখাত ধ্বংস করেছে: শামা ওবায়েদ
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু বলেছেন, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি জনগণের বুকে পাহাড় হয়ে চেপে আছে। বর্তমান সরকার বিদ্যুৎ ও জ্বালানিখাত ধ্বংস করেছে।
জনগণের কথা না ভেবে চুরি, লুটপাট এবং অব্যবস্থাপনা আড়াল করতেই স্বেচ্ছাচারী আচরণের মাধ্যমে জনগণের ঋণের বোঝা আকাশচুম্বী করেছে।
গতকাল সোমবার (২১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ফরিদপুরের নগরকান্দার লস্করদিয়া শামা ডেইরি ফার্ম মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের ৮৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সময় উপজেলার অসহায় ও হতদরিদ্র শীতার্তদের মধ্যে শীতবস্ত্র হিসেবে দুই হাজার কম্বল বিতরণ করা হয়।