আওয়ামী লীগ জিরোকে হিরো আর হিরোকে জিরো করতে পারে: আহমদ হোসেন
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা উকিল আব্দুস সাত্তারের কলার ছড়ি মার্কার পক্ষে নেতাকর্মীদের মাঠে নামতে নির্দেশ দিয়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, ‘আওয়ামী লীগ জিরোকে হিরো আর হিরোকে জিরো করতে পারে। আমরা কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাই।’
সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ট্রেনিং সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের কর্মিসভায় প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এসব কথা বলেন।
এসময় তিনি বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এলাকায় এলে তাকে প্রতিহত করার ঘোষণা পুনর্ব্যক্ত করেন।