চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ২৫ জানুয়ারি বিক্ষোভ সমাবেশ করবে এলডিপি

0

চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ২৫ জানুয়ারি (বুধবার) দুপুর আড়াইটায় রাজধানীর এফডিসি সংলগ্ন এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি।

এলডিপির মহাসচিব ও সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি থাকবেন এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম।

আজ সোমবার (২৩ জানুয়ারি) এলডিপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার বিকেলে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির প্রেসিডিয়াম সদস্যদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির মহাসচিব ও সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমদ। সমাবেশটি সফল করার জন্য ঢাকা মহানগর এলডিপিসহ দলের প্রত্যেকটি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে নির্দেশ দেন তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com